বাংলাদেশের আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
তিন দফা জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে শায়িত হলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় ও সর্বশেষ জানাজা শেষে বেলা সাড়ে ৩ টায় তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।